



ফ্রিজের পেছনে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে সাপ, ভাইরাল হল ভিডিও। স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভিডিও ভাইরাল হতে দেখা যায়।




তাতে তেমন হাসি মজার খোড়াক থাকে, তেমনই থাকে সুপ্ত প্রতিভার আত্মপ্রকাশও।আবার কখোনো অবিশ্বাস্যকর ঘটনার বিবরণও থাকে।




পশুপাখির মজাদার কার্যকলাপ খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারে। এই যেমন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল,
যেখানে দেখা গেছে একটি গোরু ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে। গোরুর পক্ষে ছাদে ওঠার কিভাবে সম্ভব তার নিয়ে মাতামাতি হয়েছিল স্যোশাল মিডিয়ায়।এমনকি বাঁদরকে অবিকল মানুষের মতো বার্গার খেতে দেখে তাজ্জব বনেছে নেটিজেনরা। আবার এমন ভয়ানক সব ভিডিও দেখা যায় যা দেখে ঘুম উড়ে যায়। যেমন, বিশালাকৃতি অজগরের সাপের সাথে খেলছে শিশু কিংবা গোয়ালঘরে গোরুর পায়ে জড়িয়ে রয়েছে বিষধর সাপ। আবার মাটি খুঁড়তেই সাপের ডিম পাওয়ার খবর অথবা পোষা কুমিরের মুরগি মেরে ফেলার ঘটনা।
এজাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর পড়ে শিহরিত হলেও এসবেই বেশী ভিউজ আসে। এই খবরই দর্শক দেখতে পছন্দ করেন। তবে এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে দুটি সাপকে। সাপদুটি বিশাল আকারের। সম্ভবত কিং কোবরা জাতীয় সাপ এটি। একহাত সমান উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে তাঁরা। সম্ভবত এরা একজোড়া সাপ। তাঁরা মাথায় মাথা লাগিয়ে একটি লাভ চিহ্নের মতো রয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে সোনু রাজপুত নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ক্যাপশনে লেখা হয়েছে ইচ্ছেধারী নাগ এরা। ইতিমধ্যেই একলাখ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। লাইক করেছেন দশহাজারের মতো, কমেন্ট করেছেন প্রচুর মানুষ।